সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নান্দাইলে ইউএনও’র সাথে মিডিয়াকর্মীদের সভা 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে ইউএনও’র সাথে মিডিয়াকর্মীদের সভা 

ময়নসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সাথে মিডিয়াকর্মীদের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) উপজেলার প্রশাসনিক কক্ষে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় সভায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়সহ ঈদপূর্ব ও ঈদপরবর্তী পরিস্থিতির উপর বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য  রাখেন উপজেলা প্রকৌশলী শাহবো রহমান সজিব, উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, প্রেস ক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ  বিল্লাল হোসেন, নান্দাইল মডেল প্রেস ক্লাবের সভাপতি আহসান মাহমুদ কাদের, সাংবাদিক আবু হানিফ সরকার, শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শাহজাহান ফকির, মাওলানা হাবিবুর রহমান, আর এন শ্যামা,  মিন্টু মিয়া,  জুয়েল মিয়া প্রমুখ। 

টিএইচ